চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মগ্গেরহাট এলাকায় বেপরোয়া গতির বাসে কেড়ে নিলো সিএনজি অটোরিকশার দুই যাত্রীর প্রাণ।
শনিবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন ফরহাদাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মোহচেনা পাড়ার মালেক মেম্বার বাড়ির আব্দুল মোতালেব টুকু (৫০) ও ধলই ইউনিয়নের মনিয়াপুকুর পাড় রহমতদিঘীর আমির মাঝি মিস্ত্রি বাড়ির কুয়েত প্রবাসী আবছার (৬০)।
জানা গেছে, কাটিরহাট গামী সিএনজি অটোরিকশাকে শহরমুখী বেপরোয়া গতির বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার ২ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আরও ৩ থেকে ৪ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়েছে।
হাটহাজারী মডেল থানার এসআই জামাল জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসছি। দুইজনের লাশ পড়ে আছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়েছে।
নাজিরহাট হাইওয়ে থানার ওসি আনিস ইত্তেফাককে জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছি। দুইজন ঘটনাস্থলেই মারা গেছেন।