ঢালিউড নায়িকা নুসরাত ফারিয়া দেশের পাশাপাশি কাজ করেন ভারতের পশ্চিমবঙ্গেও। সম্প্রতি এই অভিনেত্রী গুজরাটের পারুল বিশ্ববিদ্যালয়ের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। আগামী এক বছর তিনি এই বিশ্ববিদ্যালয়ের হয়ে কাজ করবেন।
শুক্রবার (২৪ মে) ছিল বিশ্ববিদ্যালয়টির একটি ব্যাচের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই অভিনেত্রী।
সেই অনুষ্ঠানের কিছু ছবি ফেসবুকে শেয়ার করেন ফারিয়া। ক্যাপশনে লেখেন, ‘এটা সত্যিই অনবদ্য অভিজ্ঞতা। এটি গুজরাটের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। যেখানে ৭০টির বেশি দেশের ৫০ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন। সেই বিশ্ববিদ্যালয়ের গেস্ট অব অনার হওয়া আমার জন্য খুবই আনন্দের।’
এছাড়া গণমাধ্যমকে নুসরাত বলেন, ‘একজন বাংলাদেশি অভিনেত্রী হয়ে গুজরাটের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের শুভেচ্ছাদূত হতে পেরে আমি আনন্দিত। এখন থেকে আন্তর্জাতিক ও সার্কভুক্ত শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আমি কাজ করব।’
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সঙ্গে ছোট করে আমি আমার জীবনের গল্প শেয়ার করেছি। বিশেষ করে আমার স্ট্রাগল, তা কিভাবে ওভারকাম করেছি, তা থেকে কি শিখেছি, এমনকি আমি কি ধরনের আইডিওলোজিতে বিশ্বাস করি এসব কথাই তুলে ধরেছি।
<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fnusraatfariaofficial%2Fposts%2F999443941541452&show_text=true&width=500&is_preview=true" width="500" height="729" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe
সবশেষ বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ দেখা গেছে নুসরাত ফারিয়াকে। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।