বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

পাকিস্তানের অভিনেতা তালাত হুসেন মারা গেছেন

আপডেট : ২৭ মে ২০২৪, ১৮:৩৮

পাকিস্তানের কিংবদন্তি অভিনেতা তালাত হুসেন মারা গেছেন। দীর্ঘ অসুস্থতার পরে রবিবার ৮৩ বছর বয়সে মারা গেছেন তিনি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, তালাত হুসেনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন আর্টস কাউন্সিল অব পাকিস্তানের করাচি প্রেসিডেন্ট আহমেদ শাহ। তিনি জানিয়েছেন দীর্ঘদিন ধরে করাচির একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা।

১৯৪০ সালে পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন তালাত হুসেন। লন্ডন অ্যাকাডেমি অব মিউজিক অ্যান্ড ড্রামাটিক আর্টে পড়াশোনা করেছেন তিনি। তিনি পাকিস্তানের রেডিও, টেলিভিশন, মঞ্চ নাটক এবং বড় পর্দায় বহু প্রশংসিত কাজ করেছেন। 

তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে আরজুমান্দ, আনসু, বন্দির, দেশ পরদেশ, তারিক বিন জিয়াদ, ঈদ কা জোরা, ফানুনি লতিফে হাওয়ায়ে।

১৯৮৯ সালের সিনেমা ‘সৌতান কি বেটি’-তে তালাত হুসেন বলিউড তারকা জিতেন্দ্র ও রেখার সাথে অভিনয় করেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ বলেছেন, ‘যে শূন্যতা তৈরি হয়েছে তা কখনও পূরণ হবে না।’

তালাত হুসেনকে ১৯৮২ সালে প্রাইড অব পারফরমেন্স এবং ২০২১ সালে সিতারা-ই-ইমতিয়াজ পুরস্কারে ভূষিত করা হয়।

ইত্তেফাক/পিএস