সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

আপডেট : ০৩ জুন ২০২৪, ০৪:০০

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। রবিবার ও শনিবার এসব দুর্ঘটনা ঘটে।

স্টাফ রিপোর্টার, রংপুর জানান, রংপুরে ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম শেফা আক্তার (৪)। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর উত্তম হাজিরহাট এলাকার রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাজির হাট থানার ওসি রাজিব বসুনিয়া। নিহত শেফা হাজিরহাট ডাক্তারপাড়া গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে। দুর্ঘটনায় আহত হয়েছেন শিশু শেফার নানি বিলকিস বেগম (৫০)। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর  মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশ দিয়ে শিশুটি তার নানির সঙ্গে মুদি দোকানে যাচ্ছিল। পথে ডাম্পট্রাকটি চাপা দেয়। এতে চাকার নিচে পিষ্ট হয়ে শেফা ঘটনাস্থলেই মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় নানি বিলকিস বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নগরীর হাজিরহাট থানার ওসি রাজিব বসুনিয়া জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, রাউজানে বাসের নিচে চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. ইমন (২১)। কয়েক মাস আগে ইমনকে পরিবারের পক্ষ থেকে মোটরসাইকেল কিনে দেওয়া হয়। সেই শখের মোটরসাইকেলে করে বন্ধুকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত বন্ধু মো. সামির (২০) বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। রবিবার বেলা ১২টার দিকে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গঙ্গা মন্দিরের সামনে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইমন কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি করপোরেশন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শেখ মনছুর আলীর বাড়ির সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি প্রবাসী জাহাঙ্গীর আলমের একমাত্র ছেলে। রাউজান থানার পূর্বগুজরা তদন্তকেন্দ্রের এসআই মো. আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রাম জেলা শহরের পৌরবাজার এলাকায় বালুবাহী একটি ডাম্প ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. ইসলাম ভুট্টু (৪৬)। শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে শহরের পৌর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবলীগ কর্মী কুড়িগ্রাম শহরের পুরাতন পোস্ট অফিসপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানায়, চিলমারী থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ডাম্প ট্রাক কুড়িগ্রাম পৌর বাজার এলাকায় পৌঁছালে কলেজ মোড়গামী একটি মোটরসাইকেলকে চাপা  দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা ভুট্টু নামে ঐ আরোহী চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। কুড়িগ্রাম সদর থানার ওসি মাসুদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই ডাম্প ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে।

ইত্তেফাক/এমএএম