শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

ওটিটিতে ক্রিকেটার তাহসান, থাকছেন মিথিলাও

আপডেট : ০৩ জুন ২০২৪, ২০:১১

ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবারের মতো অভিষেক করছেন সংগীত তারকা ও অভিনেতা তাহসান খান। আরিফুর রহমানের পরিচালনায় চরকি অরিজিনাল সিরিজ ‘বাজি’ নিয়ে ওটিটিতে নাম লেখালেন তিনি। আর এতে তাহসানের সঙ্গে দেখা যাবে রাফিয়াত রশিদ মিথিলাকে।

এই সিরিজে তাকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে। তবে তিনি সত্যিই ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন কি না, তা নিশ্চিত করা যায়নি। কিন্তু জানা গেছে, ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে ‘বাজি’র গল্প। 

সাসপেন্স ড্রামা ঘরানার এই সিরিজে তাহসান খান ছাড়া আরও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহার, সহ আরও অনেকে। খুব শিগগিরই এটি মুক্তি পাবে। 

 

ইত্তেফাক/পিএস