শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

অবসরে যাচ্ছেন র‌্যাব মহাপরিচালক খুরশিদ হোসেন

আপডেট : ০৪ জুন ২০২৪, ১১:০৯

র‌্যাবের মহাপরিচালক হিসেবে চরমপন্থি, জঙ্গি এবং জলদস্যু দমনে বিশেষ ভূমিকা পালন করেছেন খুরশিদ হোসেন। সর্বশেষ গত ৩০ মে চট্টগ্রামে ৫০ জন জলদস্যুর আত্মসমর্পণের মাধ্যমে তার কর্মকাণ্ডের সফল সমাপ্তি টানলেন। কিন্তু তিনি সব সময় ছিলেন এক জন প্রচারবিমুখ কর্মকর্তা। একজন দক্ষ, পেশাদার, সাহসী ও সৎ কর্মকর্তা হিসেবে ৩৩ বছর ৫ মাস অত্যন্ত সুনামের সঙ্গে চাকরি করেছেন। 

খুরশিদ হোসেন ঢাকা মহানগর পুলিশের এডিসি (ডিবি) পদে চাকরিকালীন ১৯৯৮ সালে চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাকাণ্ডের তদারক কর্মকর্তা ছিলেন। এরপর বহু গুরুত্বপূর্ণ মামলার তদন্ত তদারক করেছেন। 

আগামীকাল বুধবার র‌্যাবের নতুন মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশীদের কাছে দায়িত্ব হস্তান্তর করে অবসর-উত্তর প্রস্তুতিমূলক ছুটিতে যাচ্ছেন তিনি।

ইত্তেফাক/কেকে