শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ভারতের নির্বাচনে জয় পেলেন দুই বিশ্বকাপজয়ী ক্রিকেটার 

আপডেট : ০৪ জুন ২০২৪, ২২:৪৪

ভারতের লোকসভা নির্বাচনে জয় পেয়েছেন বিশ্বকাপজয়ী দুই ক্রিকেটার কীর্তি আজাদ ও ইউসুফ পাঠান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচন করে জয়ের দেখা পেয়েছেন এই দুই বিশ্বকাপজয়ী ক্রিকেটার।

রাজনীতির ময়দানে একেবারে নবীন ইউসুফ পাঠান। বহরমপুর আসনে পাঁচবারের সংসদ সদস্য অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে জয়ের দেখা পেয়েছেন ইউসুফ। প্রায় ৮০ হাজারেরও বেশি ভোটে জিতেছেন তিনি।

অন্যদিকে বর্ধমান-দুর্গাপুর আসনে পাঁচবারের সংসদ সদস্য বিজেপির দিলীপ ঘোষকে বিপুল ভোটে হারিয়ে জয় পান কীর্তি আজাদ। দিলীপকে ১,৩৭,৫৬৪ ভোটে হারিয়েছেন কীর্তি। তিনি ভোট পেয়েছেন পেয়েছেন ৭ লাখ ২০ হাজার ৬৬৭ টি। দিলীপ ঘোষ পেয়েছেন ৫ লাখ ৮২ হাজার ৬৮৬ টি।

১৮৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে বিশ্বকাপ জেতেন কীর্তি। আর ধোনির নেতৃত্বে দুটি বিশ্বকাপ জয়ের স্বাদ পান ইউসুফ। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ। 

ইত্তেফাক/জেডএইউচ