বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বৃষ্টির বাগড়ায় পরিত্যক্ত ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচ

আপডেট : ০৫ জুন ২০২৪, ০১:১৪

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষের মাঠে নামে ইংল্যান্ড। তবে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ম্যাচটি। দুই দফায় বৃষ্টির বাগড়া ম্যাচ নেমে আসে ১০ ওভারে। বৃষ্টি আইনে জিততে হলে ১০ ওভারে ১০৯ রান করতে হতো ইংল্যান্ডকে। তবে ইংলিশদের ব্যাটিংয়ে নামার আগেই আবারও বাগড়া দেয় বৃষ্টি। শেষ পর্যন্ত পরিত্যক্ত করা হয় ম্যাচটি।

মঙ্গলবার (৪ জুন) বার্বাডোজের কিংসটাউন ওভালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড। দুই ওপেনার জর্জ মুন্সে ও মাইকেল জোন্সের ব্যাটে ভালো শুরু পায় স্কটল্যান্ড।

এই দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে ৬ ওভার ২ বলে ৫১ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। এরপর বৃষ্টি নামলে বন্ধ হয়ে যায় খেলা। বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ১০ ওভারে। দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে ১০ ওভারে ৯০ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। মুন্সে ৩১ বলে ৪১ ও জোন্স ৩০ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন।   

ইত্তেফাক/জেডএইউচ