রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

দরিদ্র মানুষকে শোষণের বাজেট: মঈন খান 

আপডেট : ০৬ জুন ২০২৪, ১৯:৩৫

২০২৪-২৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেটকে ‘দেশের দরিদ্র মানুষের শোষণের বাজেট’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। 

বৃহস্পতিবার (৬ জুন) বিকালে ২০২৪-২৫ সালের প্রস্তাবিত বাজেট ঘোষণা পরবর্তী এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

মঈন খান বলেন, প্রস্তাবিত বাজেট সরকার কর্তৃক জনগণকে নিয়ে আরও একটি করুণ ও হৃদয়বিদারক প্রতারণার কথাই মনে করিয়ে দেয়। 

তিনি আরও বলেন, আওয়ামী লীগ আজ অন্যায়ভাবে ক্ষমতা দখল করে আছে। কাজেই দেশের ১৮ কোটি মানুষের আগামী বছরের ভাগ্য নির্ধারণে জনপ্রতিনিত্ববিহীন এই সরকারের কোনো নৈতিক অধিকার নেই। এক কথায় বলতে গেলে, পুরো বাজেট প্রক্রিয়াটি হচ্ছে, এ দেশের দরিদ্র মানুষকে শোষণের জন্যে আওয়ামী লীগ সরকারের সাজানো একটি হাতিয়ার। 

ইত্তেফাক/ডিডি