বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

বাজেট মোটেও জনবান্ধব হয়নি: জি এম কাদের 

আপডেট : ০৬ জুন ২০২৪, ২১:৪৯

প্রস্তাবিত বাজেট মোটেও জনবান্ধব হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলের নেতা জি এম কাদের।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদ প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। 

জি এম কাদের বলেন, ‘আমাদের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ও ব্যয়ের মধ্যে দুই লাখ ৫১ হাজার ৬০০ কোটি টাকা ঘাটতি হচ্ছে। দেশের রাজস্ব বা অন্যান্য খাত থেকে যা আয় হচ্ছে, তার চেয়ে ব্যয় হচ্ছে বেশি। এটাকে মেটানো হচ্ছে সম্পূর্ণ ঋণ দিয়ে। দেশি ঋণ এবং বিদেশি ঋণ।’

তিনি আরও বলেন, ‘আরেকটা মজার ব্যাপার হলো, আমরা অনেক সময় গর্ব করে বলি যে, আমরা কোনো সময় ডিফল্ট হই না। সব সময় আমরা ঋণের অর্থ পরিশোধ করছি। আমি গতবারও দেখেছি, এবারও দেখলাম, ঋণের অর্থ যেটা ফেরত দেওয়া হচ্ছে, সেটা ঋণ নিয়েই দেওয়া হচ্ছে।’

কাদের আরও বলেন, ‘রাজস্ব আয় বাড়াতে করের হার বাড়ানো হয়েছে। ফলে মূল্যস্ফীতি কমার কোনো সম্ভাবনা এই বাজেটে আমি দেখছি না।’

বাজেট মোটেও জনবান্ধব হয়নি মন্তব্য করে তিনি বলেন, ‘জনগণের ওপর চাপ আসছে। পরোক্ষ করের মাধ্যমে বেশির ভাগ আয়ের লক্ষ্য নেওয়া হয়েছে। ফলে সাধারণ জনগণের ওপর কারের বোঝা বাড়বে।’  

ইত্তেফাক/ডিডি