শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৩:০০

উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে গত বুধবার ৬০টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিতরা হলেন—

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, ভৈরব উপজেলায় একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে ৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর (কাপ-পিরিচ), ভাইস চেয়ারম্যান মো. মোশারফ হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সানজিদা ইয়াছমিন বিজয়ী হয়েছেন।

চারঘাট (রাজশাহী) সংবাদদাতা জানান, চারঘাটে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদুল হাসান মামুন, ভাইস চেয়ারম্যান কাজী ফিরোজ হাসান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জমেলা বেগম বিজয়ী হয়েছেন।

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, মাধবপুর উপজেলায় চেয়ারম্যান পদে সৈয়দ মো. শাহজাহান, ভাইস চেয়ারম্যান এরশাদ আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আছমা আক্তার চৌধুরী বিজয়ী হয়েছেন।

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা জানান, মহাদেবপুর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মাসুদুর রহমান মাসুদ।

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা জানান, ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান মিল্টন, ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন মুহুরী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিউলী রানী রায় বিজয়ী হয়েছেন।

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা জানান, শান্তিগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছেলে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাদাত মান্নান অভি। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মোশাররফ হোসেন জাকির এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন রফিকা মহির।

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা জানান, নবাবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত তাজওয়ার মোহাম্মদ ফাহিম, ভাইস চেয়ারম্যান আইনুল হক চৌধুরী মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাবানা বেগম বিজয়ী হয়েছেন।

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা জানান, নাঙ্গলকোটে চেয়ারম্যান পদে নাজমুল হাসান ভূঁইয়া বাছির, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সুমন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহরিন আক্তার বিজয়ী হয়েছেন।

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা জানান, হোমনায় চেয়ারম্যান পদে রেহানা বেগম পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো. মকবুল হোসেন পাঠান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন নাজমা আক্তার।

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, মির্জাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রয়াত চার বারের এমপি বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেনের ছেলে ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আজাহারুল ইসলাম আজাহার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহবুবা শাহরীন বিজয়ী হয়েছেন।

হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় চেয়ারম্যান পদে সৈয়দ লিয়াকত হাসান, ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম তরফদার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে খাইরুন আক্তার বিজয়ী হয়েছেন।

ইত্তেফাক/এনএন