বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

সেন্টমার্টিনগামী ট্রলারকে লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি 

আপডেট : ০৮ জুন ২০২৪, ২২:৩৮

মিয়ানমার সীমান্ত থেকে সেন্টমার্টিনগামী দুটি মালবাহী ট্রলারকে লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ট্রলারে ৭টি গুলি লাগলেও কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। 

শনিবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নাফ নদীর বদরমোকাম মোহনায় নাইক্ষ্যংদিয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি ও ট্রলারের মালিক আবদুর রশিদ।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, সাগর উত্তাল থাকায় দু’দিন ধরে সেন্টমার্টিনের সঙ্গে টেকনাফের যোগাযোগ বন্ধ রয়েছে। এর মধ্যে মিয়ানমার থেকে সার্ভিস ট্রলার লক্ষ্য করে গুলির ঘটনার জন্য ট্রলার মালিকদের নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ৫ জুন সেন্টমার্টিন দ্বীপে স্থগিত থাকা উপজেলার পরিষদের নির্বাচন শেষ করে আসার সময় মিয়ানমার থেকে নির্বাচন কর্মকর্তাদের বহনকারী ট্রলার লক্ষ্য করেও গুলি বর্ষণ করা হয়েছিল।   

ইত্তেফাক/ডিডি