ঢালিউড সিনেমা ‘জংলি’-তে অভিনেতা সিয়াম আহমেদের বিপরীতে থাকছেন শবনম বুবলী এখবর আগেরই জানা। তবে এবার জানা গেলো, ‘জংলি’ সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করছেন প্রার্থনা ফারদিন দীঘিও।
সংবাদমাধ্যম অনুযায়ী, সিনেমাটির পরিচালক এম রাহিম জানান, সিয়ামের চরিত্রের একটি অংশের নায়িকা হিসেবে দেখা যাবে দীঘিকে। ইতোমধ্যে ঢাকার একটি লোকেশনে ‘জংলি’ সিনেমার শুটিংও শুরু করে দিয়েছেন এ অভিনেত্রী।
এছাড়া অভিনেতা সিয়ামের প্রশংসা করে দীঘি জানান, সিয়ামের একটি বিষয়ে তিনি বেশ অবাক হয়েছেন ।
অভিনেত্রীর কথায়,‘সিয়াম ভাইয়ের অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। শুটিংয়ে শট দেওয়ার সময় অভিনেতা-অভিনেত্রীরা নিজেরটা নিয়ে ভাবে। কিন্তু সিয়াম ভাইয়ের বেলায় অন্য চিত্র দেখলাম।
দৃশ্য করার সময় দেখলাম, তিনি শুধু নিজেকে নিয়েই ভাবেন না, নিজের পাশাপাশি পুরো দৃশ্যের সঙ্গে সংশ্লিষ্ট সবকিছুই তার মাথায় থাকে। যাতে দৃশ্যটি উপযুক্তভাবে ধারণ করা হয়। সত্যিই তার এমন কার্যক্রমে আমি অবাক হয়েছি। একদিন তার সঙ্গে কাজ করে অনেক কিছুই শিখেছি। ’
সিনেমায় নিজের চরিত্রের বিষয়ে এ নায়িকা বলেন, আমার অংশের শুটিং আরও তিন দিন হবে।
‘জংলি’সিনেমায় সিয়াম, বুবলী ও দীঘি ছাড়ও আরও অভিনয় করছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।