বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ছয় সচিবকে বদলি করেছে সরকার

আপডেট : ১১ জুন ২০২৪, ২২:৩৭

প্রশাসনে ৬ সচিবকে বদলি করেছে সরকার। মঙ্গলবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মশিউর রহমানকে সুরক্ষা সেবা বিভাগে বদলি করা হয়েছে। আর সুরক্ষাসেবা বিভাগের সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বদলি হয়েছেন। 

অন্যদিকে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানকে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিমকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব), ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ কে এম শামিমুল হক ছিদ্দিকীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) ডাক ও টেলিযোগাযোগ বিভাগে বদলি করা হয়েছে। 

ইত্তেফাক/পিও