মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর সুস্বাস্থ্য কামনায় দোয়া মোনাজাত

আপডেট : ২০ জুন ২০২৪, ০১:১২

ভাণ্ডারিয়ায় সাবেক মন্ত্রী, জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল বুধবার বাদ জোহর জাতীয় পার্টি-জেপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে পূর্ব-ভাণ্ডারিয়া তাসমিমা ভিলায় এ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন মানিক মিয়া বাইতুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালেক। 

জাতীয় পার্টি-জেপির উপজেলা সহসভাপতি অবসরপ্রাপ্ত সৈনিক আব্দুর রব হাওলাদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার এবং পিরোজপুর ব্যুরো প্রধান মো. নাসিম আলি, জেপির কেন্দ্রীয় নেতা মো. হুমায়উন কবির রাজু তালুকদার, ইত্তেফাকের ঝালকাঠী প্রতিনিধি মো. শফিউল ইসলাম সৈকত, ভাণ্ডারিয়া উপজেলা জেপির মো. রেজা আহম্মেদ দুলাল, মো. জামাল উদ্দিন লিটন, জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী এবং সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, মজিদা বেগম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. এনায়েত করিম খোকন, মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনির হাওলাদার, ইন্দুরকানী উপজেলা যুবসংহতির মো. মজনু হোসেন রনি, মো. খায়রুল ইসলাম, ছাত্রসমাজের মো তাজুল ইসলাম, কাউখালী উপজেলা জেপির সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল মাহফুজ পায়েল, ইত্তেফাকের কাউখালী সংবাদদাতা মো. রবিউল হাসান রবিন, জেপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো.  রাজু আহম্মেদ, জেপি নেতা অধ্যক্ষ আব্দুস সামাদ, ছাত্রসমাজের সভাপতি শামীম আহম্মেদ, সাধারণ সম্পাদক জয়দেব সমদ্দার, জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী আফরোজা আক্তার সনু, সাধারণ সম্পাদক সীমা আক্তার, জেপি নেতা কিবরিয়া, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি শামীম আহম্মেদ, শ্রমিক পার্টির সভাপতি আনোয়ারুল কবির, সাধারণ সম্পাদক সোহাগ খান, শাহিন হাওলাদার ও ইমন বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ ছাড়াও ভাণ্ডারিয়া-কাউখালী ও ইন্দুরকানী জেপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দোয়ায় শরিক হন।

ইত্তেফাক/এমএএম
 
unib