‘আমরা একটা লম্বা সফর পার করেছি একসঙ্গে। আমাদের দেখে দেখে মানুষের অভ্যাস হয়ে গেছে। আমরা একসঙ্গে এত কাজ করেছি। আমার মনে হয়, সেই জন্যই আবার যখন অনস্ক্রিনে ব্যাক করেছি, মানুষ এতটা এক্সাইটেড।’—দীর্ঘদিন পর প্রাক্তন স্বামী তাহসানের সঙ্গে স্ক্রিন শেয়ার এবং দর্শক আগ্রহ প্রসঙ্গে কথাগুলো বলেন জনপ্রিয় অভিনেত্রী মিথিলা।
এবারের ঈদে মুক্তি পেয়েছে তাদের ‘বাজি’ ওয়েব সিরিজটি। যা এরইমধ্যে বেশ আলোচনা তৈরি করেছে। বিশেষ করে এই সিরিজে মিথিলার প্রাক্তন তাহসানের উপস্থিতি আলোচনার তুঙ্গে এনেছে। তবে শুধু এই সিরিজটিই নয়, মিথিলা নিয়মিত কাজ করছেন দুই বাংলার সিনেমাতেও। যদিও সেই কাজগুলোতে পুরোনো মিথিলার দেখা খুব কমই মিলছে।
এক সময় বাংলাদেশে চুটিয়ে প্রেমের দৃশ্যে অভিনয় করেছেন তিনি। কিন্তু এখন সেই চরিত্রগুলো এড়িয়ে চলছেন এই অভিনেত্রী। মিথিলা বলেন, ‘প্রেম শেষ, আর চাই না।’
তিনি আরো জানান, প্রেমিকার চরিত্রে প্রচুর অভিনয় করেছেন। মিথিলা মনে করেন, এটা হয়তো তাকে ‘গার্ল নেক্সট ডোর বা পাশের বাড়ির মেয়ের মতো দেখায় বলে এখন আর এমন চরিত্র মিথিলাকে টানে না। সেই কারণেই গতানুগতিক প্রেমের গল্পকে এড়িয়ে চলছেন তিনি। মিথিলা এ প্রসঙ্গে আরও বলেন, ‘আমি প্রেমের গল্পে অভিনয় করতে চাই। কিন্তু সেই গল্প ইন্টারেস্টিং হতে হবে। তাতে আমার চরিত্রও অন্যরকম হতে হবে। পাশের বাড়ির মেয়ের বাইরে অন্য কিছু হলে করব।’