মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

উরুগুয়ের হাসপাতালে আগুন, ১০ জনের মৃত্যু 

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১৩:২৫

উরুগুয়ের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন। খবর ডয়েচে ভেলের। 

প্রতিবেদনে বলা হয়েছে, উরুগুয়ের রাজধানী থেকে প্রায় ২৯০ কিলোমিটার দূরে অবস্থিত ট্রেইনটা ওয়াই ট্রেস শহর। সেখানেই একটি হাসপাতালে রোববার (৭ জুলাই) আগুন লাগে। 

জানা যায়, হাসপাতালটি খুব বড় নয়, সব মিলিয়ে ছয়টি ঘর। সেখানে অধিকাংশ প্রবীণ নাগরিকেরা ভর্তি ছিলেন। আচমকাই সেখানে আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় চারদিক। 

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ধোঁয়াতেই ১০ জন প্রবীণ নাগরিকের মৃত্যু হয়েছে। তাদের দেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালটিতে ২০ বছরের একজন যুবক ছিলেন। তিনি সেখানে কাজ করতেন। আগুন লাগার পর তিনি পালিয়ে প্রাণে বেঁচেছেন।  

ধারণা করা হচ্ছে, হাসপাতালের বসার ঘরে আগুনের সূত্রপাত। তবে কীভাবে আগুন লাগলো, তা এখনো অজানা।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মৃতদের মধ্যে সাতজনের মৃত্যু  হয়েছে ঘটনাস্থলেই। অন্য তিনজন স্থানীয় হাসপাতালে মারা যায়। 

ইত্তেফাক/এসআর
 
unib