সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১৬:৪৬

মুক্তিযোদ্ধা কোটা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর শিক্ষার্থীরা। রোববার মধ্যরাতে ও সোমবার দুপুরে এ বিক্ষোভ মিছিল করেন তারা।

সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে বিক্ষোভ কর্মসূচি করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে অপমানজনক আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি জানান। 

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা তুমি কে, আমি কে? রাজাকার রাজাকার, কে বলেছে? সরকার, কি বলেছে? রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার সহ বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস উত্তাল করে তুলেন।

আন্দোলনে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, আমরা এতদিন যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছিলাম। রাষ্ট্রের যাদের কাছে আমাদের দাবি তারাই যদি আমাদের সাথে এমন আচরণ করেন তাহলে আমরা যাব কোথায়? প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের প্রতিবাদে কাল রাতেই সারাদেশের ছাত্র সমাজ তীব্র নিন্দা জানিয়েছে। প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে আমরা সকল শিক্ষার্থী আজকের এ কর্মসূচি পালন করছি। প্রধানমন্ত্রী তার ভুল বুঝে ছাত্র সমাজের দাবি মেনে নিবে বলে আমরা আশাবাদী। 

এর আগে গতকাল মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা দিবস হলে প্রথম বিক্ষোভ করতে দেখা যায় শিক্ষার্থীদের। পরে অন্যান্য শিক্ষার্থীরা লিপুস ক্যান্টিন থেকে শুরু করে বিভিন্ন হল ঘুরে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন। ছেলেদের মিছিল শেষ হওয়ার ঘণ্টাখানেক পরে মিছিল নিয়ে বের হয় নারী শিক্ষার্থীরাও।

প্রসঙ্গত, গতকাল রোববার চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিরা চাকরি পাবে না কি রাজাকারের নাতি-নাতনিরা চাকরি পাবে? প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জেরে মাঝরাতে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। 

ইত্তেফাক/এআই