শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

এবার নারীর বুকে জায়েদ খান

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১৮:৫২

দেশের আলোচিত নায়ক জায়েদ খান প্রথমবারের মতো কানাডায় গিয়ে নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন।

দেশটির ক্যালগারিতে গতকাল রোববার পারফর্ম করার সময় এক নারী ভক্ত জায়েদ খানের ছবি সম্বলিত টি-শার্ট পরে দৌড়ে স্টেজে ওঠেন। যা দেখে বিস্মিত হয়েছেন নায়ক নিজেই।

বিষয়টি নিয়ে জায়েদ খান বলেন ‘এই প্রথম কানাডায় পারফর্ম করতে এসেছি আমি। এখানকার বাঙালিরা যে আমাকে এত ভালোবাসে সেটা না এলে বুঝতাম না। 

একজন নারী বুকের মধ্যে আমার ছবি নিয়ে স্টেজে উঠে আসায় আমি সত্যিই অনেক বেশি বিস্মিত হয়েছি।’

তিনি আরও বলেন, ‘অনেকে জানিয়েছে দূর থেকে ড্রাইভ করে এসেছেন আমাকে দেখতে। তারা এসে আমার সঙ্গে ছবি তোলার সময় এগুলো বলেছে। ১৪ বছরের এক বাচ্চা নিজে টাকা জমিয়ে আমার জন্য টি-শার্ট ও ব্যাগ উপহার নিয়ে এসেছে।

যখন আমি মঞ্চে উঠি আমাকে পেয়ে সবাই চিৎকার দিতে থাকে। এই ভালোবাসাগুলো কীভাবে প্রকাশ করতে হয় আমার জানা নেই।’

 

ইত্তেফাক/পিএস