প্রক্টরিয়াল বডির এক মিটিং এর সিদ্ধান্তে জানানো হয় মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোন বহিরাগত প্রবেশ করতে পারবেনা। কিন্তু দুপুর থেকেই ছাত্রলীগের ছত্রছায়ায় ক্যাম্পাসবগিরাগত ও বস্তির টোকাইদের দিয়ে ভরে আছে।
দুপুর ৩ টার পর কয়েকজন সহকারী প্রক্টর টিএসসিএলাকায় পরিদর্শন করতে আসেন। এসময় ছাত্রলীগ ও বহিরাগতরা টিএসসিতে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছিলেন। সহকারী প্রক্টররা তাদের দেখে তৎক্ষণাৎ টিএসসি থেকে সরে যান। এদিকে রাজু ভাস্কর্যে ছাত্রলীগতাদের পূর্বঘোষিত কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছেন ছাত্রলীগ।
রাজু ভাস্কর্য ঘুরে দেখা যায়, হলে থাকা শিক্ষার্থীদের সংখ্যা একেবারেই কম। শুধু ছাত্রলীগের হল শাখার পদপ্রত্যাশীরা ও কেন্দ্রীয়নেতারা রাজু ভাস্কর্যে আছেন। আর রাজু ভাস্কর্যে তাদের সাথে অবস্থান করা অধিকাংশই বহিরাগত। বেলা ৩:৫০ মিনিটের দিকে প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান কয়েকজন সহকারী প্রক্টর নিয়ে টিএসসিতেএকটি হ্যান্ড মাইক দিয়ে বহিরাগতদের ক্যাম্পাস ত্যাগ করার জন্য বলছেন। কিন্তু কাউকে ক্যম্পাসত্যাগ করতে দেখা যায়নি। পরিদর্শনে এসে সহকারী প্রক্টরআব্দুল মুহিত সাংবাদিকদের বলেন, আমরা এখনপরিস্থিতি দেখতে আসছি। পরিস্থিতি দেখে আমরা ব্যবস্থা নেব।