সরকারি চাকরিতে কোটা সংস্কারসহ তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৩টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের পাদদেশ থেকে মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে দুই ঘন্টা পর অবরোধ তুলে নেন তারা।
তাদের দাবি হলো, শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের আক্রমনের সঠিক তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে এবং প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে।
এদিকে অবরোধ কর্মসূচিতে গণ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, সাভার মডেল কলেজ, সাভার সরকারি কলেজ, বেপজা পাবলিক স্কুল এন্ড কলেন, পারমাণবিক শক্তি গবেষণা প্রতিষ্ঠান স্কুল এন্ড কলেজ, মির্জা গোলাম হাফিজ কলেজ, ধামরাই সরকারী কলেজের প্রায় ৫ হাজার শিক্ষার্থী অংশ নেন।
শিক্ষার্থীরা জানান, গতকাল রাতে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে আমাদের ভাই-বোনদের ওপর হামলা হয়েছে। আজ সকালেও ছাত্রলীগ ও বহিরাগত দুষ্কৃতকারীরা বাস-লেগুনা-মোটরবাইক যোগে জাবির বিশমাইল এলাকায় অবস্থান নেয় বলে জানতে পেরেছি। তারপর থেকে আমরা ঢাকা-আরিচা মহাসড়কসহ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন সড়কে মহড়া দিয়েছি।
এ বিষয়ে কোটা সংস্কার আন্দোলনের জাবি শাখার সমন্বয়ক হাসিব জামান বলেন, গতকাল রাতে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও পুলিশের উপস্থিতে আমাদের উপর যে বর্বাচিত আক্রমন করেছে আমরা তার বিচার চাই। প্রশাসনকে অবশ্যই এই দায়ভার নিতে হবে।