মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

প্যারিস অলিম্পিক

দল রেখে আগেই ঢাকায় ফিরেছেন কর্মকর্তা 

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১৫:৫৬

প্যারিস অলিম্পিক গেমসের যবনিকা আজ। তখনই ঢাকায় নামবে বাংলাদেশের ক্রীড়াবিদরা। অলিম্পিকে অংশ নিয়ে আজ ফিরছেন। কী নিয়ে ফিরছেন সেই প্রশ্নই উঠছে। অলিম্পিক গেমসের মতো বড় আসরে বাংলাদেশের কিছু পাওয়ার আশাও ছিল না। কিন্তু আর কত কাল এভাবে চলবে। ২০ লাখ জনগোষ্ঠীর আফ্রিকান দেশ বৎসোয়ানা অ্যাথলেটিকসে স্বর্ণপদক জয় করছে। ক্যারিবিয়ান অঞ্চলের পৌনে ২ লাখ জনসংখ্যার দেশ স্বর্ণপদক জিতেছে। ৩২ বছরের খরা কাটিয়ে প্যারিস অলিম্পিক গেমসে স্বর্ণ জয় করেছে পাকিস্তান। জ্যাভলিন থ্রো ইভেন্ট স্বর্ণ জয় করেছে। 

আর বাংলাদেশ আজও বলতে পারছে না কবে অলিম্পিক গেমসের পোডিয়ামে উঠবেন ক্রীড়াবিদরা। প্রতিবারই একই কথা, অভিজ্ঞতা অর্জন। বৎসোয়ানার অ্যাথলেট ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জয় করে সাক্ষাৎকারে ইত্তেফাককে বলেছেন অভিজ্ঞতা অর্জন করছেন তিনি। টোকিও অলিম্পিক গেমসের পর চার বছরের প্রস্তুতি কতটা নিখুঁত হয়েছে সেটা দেখতেই নাকি তিনি প্যারিস অলিম্পিক গেমসে টার্গেট করেছিলেন। স্বর্ণপদক যেটি পেয়েছেন সেটি নাকি বোনাস। আমার টার্গেট ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমস। স্বর্ণপদক জয়ী যদি বলেন অভিজ্ঞতা অর্জন করতে এসেছেন, তাহলে অন্যরা কী বলবেন। 

বাংলাদেশের ক্রীড়াবিদরা যাচ্ছেন আর আসছেন। কী নিয়ে ফিরছেন, অভিজ্ঞতা অর্জন করে ফিরছেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনেরও কোনো পরিকল্পনা নেই। বড় অঙ্কের অর্থ ছাড়া খেলাধুলা করাও কঠিন। অর্থ সংগ্রহেরও কোনো পরিকল্পনা নেই। কবে নাগাদ বাংলাদেশ পদকের টার্গেট করবে তা নিয়ে কোনো কথা নেই। পদক তো দূরের কথা বাছাইয়ের ধাপ পার হয়ে যদি ফাইনাল রাউন্ডে পৌঁছাতে পারে সেটিও বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি হতে পারে। কিন্তু পরিকল্পনা করবে কে। কর্মকর্তারা থাকেন নিজের পরিকল্পনা নিয়ে। কথার মালা পরিয়ে দেন, আর কাজকর্মে তার ছিটেফোঁটা দেখা যায় না। 

উপমহাদেশের ক্রীড়াবিদরা কীভাবে এগিয়ে যাচ্ছে সেদিকেও তাকিয়ে দেখেন না কর্মকর্তারা। অলিম্পিক গেমস শেষ, কর্মকর্তারা তৃপ্তির ঢেকুর তোলেন, উপভোগের অলিম্পিক ঘুরে শরীর থাকে ক্লান্ত। আর কিছু কর্মকর্তা রয়েছেন তারা ভালো চাইলেও করতে পারেন না। এবার প্যারিস অলিম্পিকে আর্চারি, শুটিং, সাঁতার, অ্যাথলেটিকস, এই ৪টি খেলায় বাংলাদেশের ৫ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন। ভরাডুবি হয়েছে সবার। 

এবার প্যারিস অলিম্পিকে শেফ দ্য মিশনের দায়িত্বে ছিলেন বাংলাদেশ শুটিং ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু। তিনি খেলোয়াড়দেরকে প্যারিসে রেখে ১০ দিন আগেই ঢাকায় ফিরেছেন। নিয়ম অনুসারে শেফ দ্য মিশন পুরো দলকে নেতৃত্ব দেবেন। দল নিয়ে যাবেন, দলের সঙ্গে ফিরবেন। তিনি সবার দেখভালের দায়িত্ব পালন করবেন। কিন্তু সেদিকটা ভুলে গিয়ে তিনি ঢাকায় ফিরেছেন তার শুটারকে নিয়ে। শেখ কামাল ক্রীড়া পুরস্কার গ্রহণের জন্য ইন্তেখাবুল অপু ঢাকায় ফিরেছেন ৪ আগস্ট। ৫ আগস্ট শেখ কামালের জন্মবার্ষিকী। সেদিনই পুরস্কার বিতরণ হওয়ার কথা ছিল। পরে সেটি বাতিল করা হয়। 

প্যারিস অলিম্পিক গেমস শুটিং ইভেন্টের ভেনুতে যাওয়ার আগেই খেলা শেষ হয়ে যায়। অপু গিয়ে দেখেন শুটিং শেষ। বিওএর অন্যান্য কর্মকর্তা খুব সকালেই পৌঁছে যান শুটিং ভেনুতে। খেলা শেষ হওয়ার পর ভেনুতে হাজির হন শুটিং কর্মকর্তা ইন্তেখাবুল অপু। তিনি প্যারিসে অবস্থানকালীন জানিয়েছিলেন তারা ইলেকট্রিক গাড়িতে গিয়েছিলেন, চার্জ দিয়ে চালাতে হয়। অপু বললেন, 'জিরো মাইলেজের গাড়ি দেওয়া হয়েছিল, তারপরও বারবার বন্ধ হয়ে যায়। পথে পথে চার্জের ব্যবস্থা থাকলেও চার্জ হয় স্লো। এ কারণে পৌঁছাতে সময় লাগে। আমি তো সহকারী ম্যানেজারকে বুঝিয়ে দিয়েছিলাম।' আর বিওএর কর্মকর্তাদের দাবি তেলের গাড়ি না নিয়ে অপু কেন ইলেকট্রিক কার নিলেন। পরিকল্পনা না থাকলে যা হয়।'

ইত্তেফাক/জেডএইচ