মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

টেকনাফে বৈদ্যুতিক শকে বন্যহাতি হত্যার অভিযোগ

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ১৬:৫৮

কক্সবাজারের টেকনাফে বৈদ্যুতিক শক লাগিয়ে বন্যহাতিকে হত্যার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (১৬ আগস্ট) ভোর ৫টার দিকে টেকনাফের বাহারছড়া শীলখালী রেঞ্জ কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মো. ইলিয়াস হোসেন।  

তিনি জানান, টেকনাফের শীলখালী রেঞ্জ এলাকায় অনেক সময় পাহাড় থেকে বন্যহাতি খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। সর্বশেষ শুক্রবার ভোরে কোনাপাড়ায় একটি বন্যহাতি স্থানীয় মো. হোসেনের বাড়ির দিকে নেমে আসলে ওই হাতিকে তারা বৈদ্যুতিক শক লাগিয়ে হত্যা করেন। 

স্থানীয়রা জানান, হাতিটি মো. হোসেনের বসতভিটায় এলে আচমকা মাটিতে পড়ে গিয়ে ছটফট করতে থাকে। এ সময় স্থানীয়রা সেখানে হাতিটিকে তার প্যাঁচানো অবস্থায় বিদ্যুতের শকের আগুন দেখতে পায়। পরে গৃহকর্তার ঘরে বিদ্যুতের সুইচ বন্ধ করে দেন। এক পর্যায়ে হাতিটি মারা যায়। 

শীলখালী বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা শাফিউল আলম জানান, বৈদ্যুতিক শকে একটি পুরুষ বন্যহাতির মৃত্যু হয়েছে। ওই হাতির আনুমানিক বয়স ২৫। নিহত হাতির ময়নাতদন্ত শেষে সেটি মাটি চাপা দেওয়া হবে।    

ইত্তেফাক/এসএএস
 
unib