মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

২০৩৬ অলিম্পিক আয়োজন করতে মরিয়া ভারত

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৯:১৭

১৫ আগস্ট ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস পালন করা হয়। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান, ক্রীড়া জগতে নিজেদের আরও এক ধাপ এগিয়ে নিতে আগামী ২০৩৬ অলিম্পিক গেমস আয়োজন করতে চায় ভারত। যার জন্য ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে দেশটি। 

১১ আগস্ট পর্দা নামে প্যারিস অলিম্পিকের। এবারের আসরে ভারতের ক্রীড়াবিদরা একটি রৌপ্য ও পাঁচটি ব্রোঞ্জ জিতে। স্বর্ণ জয়ের কাছে গিয়েও ভাগ্যের কাছে হেরে যায় ভারতীয়রা। নিজ দেশের ক্রীড়াবিদরা স্বর্ণ জয় না করতে পারলেও আক্ষেপ নেই দেশটির প্রধানমন্ত্রীর- জানিয়েছেন অভিনন্দন। সেইসঙ্গে আসন্ন প্যারা অলিম্পিক ও অন্য ইভেন্টগুলোতে ক্রীড়াবিদদের মনোনিবেশ করতে বলেছেন তিনি। 

এছাড়া নিজ দেশে অলিম্পিকের মতো বড় ইভেন্ট আয়োজন করার পরিকল্পনার কথা জানান মোদি। অলিম্পিকের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। ২০৩২ অলিম্পিক অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। ২০৩৬ অলিম্পিকের ভেন্যু চূড়ান্ত না হওয়ায় ৩৬ অলিম্পিকের ওপর নজর ভারতের। আহমেদাবাদে বিশ্বের সবচেয়ে প্রাচীন ও বড় আসরটি আয়োজন করতে চায় ১৪০ কোটির জনসংখ্যার দেশ ভারত। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অলিম্পিক আয়োজন নিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, 'আমরা কিছু দিন আগে জি-২০ সম্মেলন করেছি। রাষ্ট্র হিসেবে এমন বড় ধরনের ইভেন্ট আয়োজনের সক্ষমতা ভারতের আছে। সেটা বিশ্বের সামনে আমরা প্রমাণ করেছি। ভারত এখন স্বপ্ন দেখে ২০৩৬ সালে অলিম্পিক গেমস আয়োজনের। যার জন্য ইতিমধ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছি আমরা।' 

এছাড়া প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া ক্রীড়াবিদদের নিয়ে মোদি বলেন, 'আজ আমাদের মধ্যে ভারতের সেই যুবারা উপস্থিত, যারা অলিম্পিকে ভারতের পতাকা উঁচিয়ে ধরেছে। আমি ১৪০ কোটি ভারতবাসীর হয়ে হৃদয়ের গভীর থেকে তাদের অভিনন্দন জানাই। যারা প্যারা অলিম্পিকে অংশ নেবেন, তাদেরও শুভেচ্ছা জানাই।'

ইত্তেফাক/জেডএইচ