সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

আজ মুক্তি পেল ডিপজলের ‘অমানুষ হলো মানুষ’ 

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১৪:২৯

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সরকার পতনের আগে–পরে প্রায় এক মাসেরও বেশি সময় পর নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। আজ শুক্রবার ঢাকাসহ দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মনতাজুর রহমান আকবর পরিচালিত সিনেমা ‘অমানুষ হলো মানুষ’। সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন ডিপজল।

শহর থেকে পড়াশোনা শেষ কর গ্রামে ফেরেন মায়া। তাঁর ইচ্ছা, গ্রামের স্কুলে শিক্ষকতা করবেন। গাঁয়ের ছেলেমেয়েদের লেখাপড়া শেখাবেন। কিন্তু এলাকায় ফিরে দেখতে পান, স্থানীয় একজন স্কুলের জায়গা দখল করে মাদকের আখড়া বসিয়েছেন। গ্রামের কিছু মানুষকে সঙ্গে নিয়ে জায়গাগুলো দখলমুক্ত করতে করতে চান মায়া। কাজটি করতে গিয়ে ওই মানুষটির সঙ্গে দ্বন্দ্বে জড়ান তিনি। একটা পর্যায়ে জীবনের হুমকির মুখে পড়েন মায়া। এগিয়ে আসেন জয় চৌধুরী। এমনই চেনা গল্পের সিনেমা ‘অমানুষ হলো মানুষ’।

মুক্তি প্রসঙ্গে ছবির পরিচালক মনতাজুর রহমান আকবর বলেন, ‘গত মাসে মুক্তির কথা ছিল। কিন্তু ছাত্র আন্দোলনে কারণে পেছাতে হয়েছে। যদিও আন্দোলনের রেশে দর্শকখরা এখনো শেষ হয়নি। এখন আবার কয়েকটি জেলায় বন্যা। তারপরও নতুন ছবি মুক্তি দিতে হবে। তা না হলে দর্শকের হলমুখী হওয়ার আগ্রহ একেবারেই কমে যাবে।’

ইত্তেফাক/এএম