শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

হিরো আলমের নতুন ছবি ‘মাস্তান হারুন’ ও ‌‘আরাফাতের চার বউ’

আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ২০:০৯

ডিএমপি’র সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

শনিবার (২৪ আগস্ট) ইত্তেফাক ডিজিটালকে বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই।

হিরো আলম বলেন, ‘সাবেক ডিবি প্রধান হারুনের কুকর্ম নিয়ে ‘মাস্তান হারুন’ নামে একটি সিনেমা বানানোর সিদ্ধান্ত নিয়েছি। অ্যাকশনধর্মী সিনেমাটি পরিচালনা করবেন ইভান মল্লিক, প্রযোজক হিসেবে আছেন লন্ডন প্রবাসী জেনিফা চৌধুরী।’

তিনি আরও বলেন, ‘হারুনের অত্যাচার, জুলুম এই সিনেমাতে তুলে ধরা হবে। ইতিমধ্যে গল্প লেখার কাজ শুরু হয়েছে, আগামী মাস থেকেই শুটিং শুরু হবে। এখানে আমি ছাড়াও অনেক তারকাকে দেখা যাবে।’

এদিকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে নিয়েও সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন হিরো আলম। সিনেমার নাম ‘আরাফাতের চার বউ’। শাওন আশরা পরিচালিত সিনেমাটির শুটিংও খুব দ্রুত শুরু হবে বলে জানান তিনি।

তবে নায়িকা হিসেবে দুই সিনেমায় কারা অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত করেননি বলে জানান হিরো আলম।

ইত্তেফাক/এসএ