শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

ফের ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৪

সপ্তাহ পার না হতেই আবারও সংঘর্ষে জড়িয়েছেন রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

পুলিশ জানিয়েছে, ধানমন্ডির জিগাতলা এলাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করেন। পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি এলাকায় গেলে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে কয়েকজন আহত হন।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের পরিবহণে ব্যবহৃত শঙ্খনীল নামে একটি বাস ভাঙচুর হয়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়া ছবি

পুলিশের নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার তারিক লতিফ জানান, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বসে বিষয়টি সমাধান করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, আজকের সংঘর্ষের ঘটনায় আইডিয়াল কলেজ পাঁচ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।

ইত্তেফাক/এআই