শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

চলচ্চিত্রে নতুন সেন্সর বোর্ড গঠন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩৯

নতুন করে গঠিত হলো চলচ্চিত্র সেন্সর বোর্ড। রাষ্ট্রপতির আদেশক্রমে সেন্সর বোর্ড পুনঃগঠনের প্রজ্ঞাপন দেয়া হয়। এতে বলা হয়েছে, তথ্য মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করে নতুন কমিটি যাত্রা করলো। 

রোববার (১৫ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে পুনর্গঠিত কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন এই কমিটিতে সদস্যরা হলেন, পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, পরিচালক ও অভিনেতা জাকির হোসেন রাজু, নির্মাতা আশফাক নিপুন, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, পরিচালক তাসমিয়া আফ্রিন মৌ, লেখক নাজিম উদ্দিন ও পরিচালক-প্রযোজক রকিবুল আনোয়ার রাসেল।

কার্যকর হওয়া নতুন কমিটিতে আরও আছেন এফডিসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক দীলিপ কুমার বণিক।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ২০১৪ সালের কমিটি গেল ১২ মে গঠন করা হয়েছিল। সে কমিটি ভেঙে দেয়া হয়।

এর আগে চলতি বছর ১২ মে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত বোর্ডে থাকা অভিনেত্রী সুজাতা আজিম, অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, পূর্ণিমা, আজিজুল হাকিম, চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র পরিচালক জাহাঙ্গীর আলম বাদ পড়েছেন।

ইত্তেফাক/এসএ