শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

কিশোরগঞ্জে আন্দোলনে গুলি করা সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫০

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলি চালানো সদরের দানাপাটুলির সাবেক ইউপি চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম মাসুদকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ফকিরাপুল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় র‍্যাব জানায়, গত ৪ আগস্ট কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর অস্ত্র হাতে গুলিবর্ষণকারী সদরের দানাপাটুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর ফকিরাপুল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ইত্তেফাক/এসএএস