শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

সিরাজগঞ্জে যমুনার তীর রক্ষা বাঁধের ৭০ মিটার এলাকায় ধস

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৮

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। তীব্র ভাঙনে নদী তীর রক্ষা বাঁধের ৭০ মিটার এলাকা ধ্বসে গেছে। রোববার (১৫ সেপ্টেম্বর) বাঁধটির ৭০ মিটার এলাকা বিলীন হয়ে যায়। 

এদিন সকাল থেকে পাউবো কর্মকর্তাদের উপস্থিতিতে ভাঙন নিয়ন্ত্রণের জিওব্যাগ ডাম্পিং করা হয়। এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার মেঘাই পুরাতন বাঁধ এলাকা এ ভাঙন দেখা দেয়।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেসুর রহমান জানান, পানি কমতে থাকলেও নদীতে প্রবল স্রোত রয়েছে। স্রোতের কারণে বাঁধের নীচের অংশ থেকে মাটি সরে গিয়ে ভাঙন শুরু হয়েছে। আনুমানিক ৭০ মিটার এলাকা ইতিমধ্যে ধসে গেছে।

তিনি আরও বলেন, খবর পেয়ে আমরা রোববার থেকেই ঘটনাস্থলে উপস্থিত রয়েছি। সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে রয়েছেন। ভাঙন প্রতিরোধে বালিভর্তি জিওব্যাগ ডাম্পিং করা হচ্ছে। ইতিমধ্যে ভাঙন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে।

ইত্তেফাক/এএইচপি