ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উন্মুক্ত জলাশয়ে ইজারাদারের বিষ প্রয়োগে মাছ নিধন ও প্রকৃতির ক্ষতি সাধনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেন স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকাল ৪ টায় উপজেলার পাহাড়পুরে ইউনিয়নে এই মানববন্ধন ও বিক্ষোভ করেন স্থানীয় কয়েকটি গ্রামের জনগণ।
মানববন্ধন ও বিক্ষোভকারী জানান,উপজেলার পাহাড়পুরের উত্তর-পশ্চিমাংশজুড়ে অবস্থিত মেঘনা তথা ছাইড়া টু কাইড়া বিলে ইজারাদার বিষ প্রয়োগ করে মাছ নিধন করার কারণে আশেপাশের গ্রামগুলোতে বিষক্রিয়া ছড়িয়ে পরেছে। মাছ মরে ভেসে উঠার কারণে মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাছাড়া পশু, পাখি ও ফসিল কাজের ক্ষতি হচ্ছে। এমনভাবে প্রতিবছর বিষ দিয়ে মাছ নিধন বন্ধে জোড়ালো দাবি জানান এলাকাবাসী।
মানববন্ধন ও বিক্ষোভের নেতৃত্বে ছিলেন কাজী আব্দুল মমিন, কাজী ফজলুল হক, মাওলানা মুসা আল হাবীব, হাজী আবু সায়েদ কেশিয়ার, চাঁন মিয়া, আব্দুল মমিন, আব্দুল মালেক, আব্দুল হান্নান, কামরুল, ইসলাম মাস্টার, দুলাল মিয়া, সিদ্দিকুর রহমান, হজরত আলী, ইসমাইল হোসেন, রায়হান ইউ নাঈম, মনির হোসেন, সাইফুল চৌধুরী, মাওলানা কামাল, মাওলানা কাজী জিয়াউর রহমান সিরাজ খাদেম, মাওলানা আব্দুল্লাহ, মহরম আলী, মাসুক মিয়া, ফরিদ আলী, হেলাল উদ্দিন, আব্দুস সালাম, উজ্জল মিয়া, গাজিউর রহমানসহ কয়েকশত গ্রামবাসী।
বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার জানান, বিষ প্রয়োগ করে কোন ইজারাদার মাছ নিধন করতে পারে না। আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।