মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

আফ্রিকার দুই দেশে হাতি, জলহস্তী ও জেব্রা জবাইয়ের অনুমোদন

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১২:০৭

আফ্রিকার দক্ষিণাঞ্চলে খরার কারণে খাদ্যের অভাব চরম পর্যায়ে পৌঁছেছে। সেখানের সরকারগুলো ক্ষুধার্ত মানুষের জন্য শতশত বন্যপ্রাণী জবাইয়ের ঘোষণা দিয়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা-সংস্থা এএফপি।

চলতি বছরের আগস্টে নামিবিয়া জানায় তারা ৭২৪টি প্রাণী জবাই করতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ৮৩টি হাতি, ৩০টি জলহস্তী ও ৩০০ জেব্রা। এরপরের মাসে জিম্বাবুয়ে দুইশ হাতি জবাইয়ের অনুমোদন দেয়।

দুই দেশের সরকারই জানিয়েছে, এই সিদ্ধান্তের মাধ্যমে একশ বছরের মধ্যে সবচেয়ে ভায়বহ খরার প্রভাব কমানো যাবে। এতে একদিকে যেমন ভূমি ও পানির ওপর চাপ কমবে তেমনি লোকালয়ে বন্যপ্রাণীর হামলাও কমবে। তবে দেশ দুইটির এমন সিদ্ধান্তের কারণে বিতর্ক শুরু হয়েছে। 

এদিকে পরিবেশবাদীরা এই সিদ্ধান্তকে নিষ্ঠুর বলে আখ্যা দিয়েছে। মূলত তীব্র খরার কারণে আফ্রিকার দক্ষিণাঞ্চলে মারাত্মকভাবে খাদ্যের অভাব দেখা দিয়েছে। নষ্ট হচ্ছে খাদ্যশস্য, মারা যাচ্ছে পশু। সেখানের প্রায় ৭০ মিলিয়ন মানুষের জন্য খাদ্য দরকার।

চলতি বছরের এপ্রিলে জাতীয় দুর্যোগ ঘোষণা করে জিম্বাবুয়ে। এরপর মে মাসে একই ধরনের ঘোষণা দেয় নামিবিয়া। খরার করণে দেশ দুইটির প্রায় অর্ধেক মানুষ খাদ্য অনিরাপত্তার মুখোমুখি।

ইত্তেফাক/এএইচপি

এ সম্পর্কিত আরও পড়ুন

 
unib