রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

টানা তিন হারে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১২:৫০

জয় দিয়ে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। সাফল্য বলতে এতোটুকুই। এরপর টানা তিন হারের তেঁতো স্বাদ পেয়েছে টাইগ্রেসরা। এতেই বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে নিগার সুলতানা জ্যোতির দলের। বিশ্বকাপে ‘বি’ গ্রুপে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ।

শনিবার (১২ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে টাইগ্রেসরা। দলের পক্ষে সোবহানা মোস্তারি করেন ৪৩ বলে ৩৮ রান। এছাড়া জ্যোতি ৩৮ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। 

১০৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৬ বল বাকী রেখেই জয়ের দেখা পায় দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে তাজমিন ব্রিটস ৪২, অ্যানেকে বোশচে ২৫ ও ক্লো ট্রাইয়ন অপরাজিত ১৪ রান করেন। 

বাংলাদেশের লেগ স্পিনার ফাহিমা খাতুন ১৮ রানে ২টি ও পেসার রিতু মনি ২২ রানে ১ উইকেট নেন।  

ইত্তেফাক/জেডএইচ