শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

ওবায়দুল কাদেরের সম্বন্ধীকে আটকের পর ছেড়ে দিলো পুলিশ!

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৬:২৭

শেখ হাসিনার পদত্যাগের আগে থেকেই লাপাত্তা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (৯ নভেম্বর) তার স্ত্রীর বড় ভাই নুরুল হুদা বাবুকে (৭০) আটক করেও ছেড়ে দিয়েছে পুলিশ।

জানা যায়, এদিন চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকার আগ্রাবাদ এক্সেস রোডের এ আর টাওয়ারের ৪/এ নম্বরের একটি ফ্ল্যাট থেকে বাবুকে আটক করা হয়। এরপর তাকে কোতোয়ালি থানায় নেওয়া হয়। কিন্তু রোবার সকালে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

 চট্টগ্রাম কোতোয়ালি থানা

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল গণমাধ্যমকে কাদের বলেন, মূলত জিজ্ঞাসাবাদের জন্যই বাবুকে থানায় আনা হয়েছিল। ওবায়দুল কাদের সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে কোনো মামলা না থাকায় পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সম্বন্ধী নুরুল হুদা বাবুর নোয়াখালীতে ব্যাপক প্রভাব ছিল বলে জানা যায়। ভগ্নিপতি কাদেরের নাম ব্যবহার করে নানা অপকর্মে লিপ্ত ছিলেন তিনি। ফলে তাকে আটকের পর ছেড়ে দেওয়ায় জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

ইত্তেফাক/এনএ
 
unib