শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মিস করতে যাচ্ছেন মোস্তাফিজ

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৮:১৯

বাবা হতে চলছেন বাংলাদেশ ক্রিকেট দলের পেসার মোস্তাফিজুর রহমান। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে তাই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ছুটি চেয়েছেন তিনি। ক্রিকবাজকে বিসিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিসিবির এই কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, 'মোস্তাফিজ ওয়েস্ট ইন্ডিজ সফরে ছুটি চেয়েছেন। কিন্তু এখনও আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। আমাদের হাতে এখনো সময় আছে। মোস্তাফিজের সঙ্গে আমরা কথা বলবো। কমপক্ষে একটা ফরম্যাটে (ওয়ানডে বা টি-টোয়েন্টি) খেলতে পারে কিনা।'

তিনি আরও বলেন, 'যেহেতু এটি একটি পারিবারিক ব্যাপার তাই এটা আমাদের বিবেচনা করতে হবে। এটি সবার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার।'   

আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। মোস্তাফিজ টেস্ট সংস্করণে খেলেন না। দুই টেস্ট ম্যাচের সিরিজ শেষ হলে ৮ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর ১৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে সমান ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। 

ইত্তেফাক/জেডএইচ