মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করার অঙ্গীকার শি'র  

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১০:০১

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শনিবার (১৬ নভেম্বর) বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে শি যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন। খবর রয়টার্সের।  

পেরুর রাজধানী লিমায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের ফাঁকে গতকাল বাইডেনের সঙ্গে শির বৈঠক হয়েছে। দুই নেতার মধ্যে সাইবার অপরাধ থেকে বাণিজ্য, তাইওয়ান ও রাশিয়ার মতো মতবিরোধপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়েছে, লিমার যে হোটেলে শি অবস্থান করছিলেন, সেখানেই তাদের মধ্যে দুই ঘণ্টাব্যাপী বৈঠকটি হয়েছে।

সেখানে শি বাইডেনকে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরেও চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্থিতিশীল, স্বাস্থ্যকর ও টেকসই সম্পর্ক রাখার বিষয়ে চীনের লক্ষ্য অপরিবর্তিত রয়েছে। তবে দুই দেশের সম্পর্কের মধ্যে ‘উত্থান-পতন’ থাকার কথা স্বীকার করেছেন শি।

সেইসঙ্গে তিনি অঙ্গীকার করেছেন, চীন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে, সহযোগিতা বাড়াতে এবং পার্থক্য সামলে চলার বিষয়ে কাজ করতে প্রস্তুত।
 
অন্যদিকে বৈঠকে বাইডেন বলেছেন, দুই নেতা সবসময় একমত না হলেও নিজেদের মধ্যে ‘অকপট’ ও ‘খোলাখুলি’ আলোচনা হয়েছে। আগামী বছরের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন ট্রাম্প। তার আগে বাইডেনের সঙ্গে শির এমন বৈঠক হলো।

ইত্তেফাক/এসআর
 
unib