শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

ডাকাতি শেষে শিশু অপহরণকারী শাপলা ৩ দিনের রিমান্ড

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৮:০৫

রাজধানীর আজিমপুরে বাসায় ডাকাতি শেষে ৮ মাসের শিশু অপহরণকারী ফাতেমা আক্তার শাপলাকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানম ওই রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আবুল ফারেজ জুয়েল ঘটনার রহস্য উদঘাটনের জন্য পাঁচদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন।

আবেদনে বলা হয়, সিসিটিভি ফুটেজ সংগ্রহপূর্বক অন্যান্য আসামিদের বৃত্তান্ত জানতে, লুণ্ঠিত অর্থ ও স্বর্ণালংকার উদ্ধার করতে এ আসামিকে পাঁচদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

আদালতে শুনানিকালে আসামিরপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এর আগে গত শুক্রবার দিবাগত রাতে আদাবর এলাকা থেকে শাপলাকে আটক করে র‍্যাব। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আদাবর নবীনগর হাউজিং থেকে অপহৃত শিশু আরিশা জান্নাত জাইফাকে উদ্ধার করা হয়।

ইত্তেফাক/এসকে
 
unib