শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

‘তিতুমীর বিশ্ববিদ্যালয়ে’র সম্ভাব্যতা যাচাইয়ে আগামী সপ্তাহে কমিটি

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১৯:০৮

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না, তা যাচাইয়ে একটি কমিটি করবে শিক্ষা মন্ত্রণালয়। আগামী সপ্তাহে এই কমিটি করা হবে বলে মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে জানান শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান।

এর আগে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম। ছয়জন শিক্ষার্থী প্রতিনিধি ওই আলোচনায় অংশ নেন।

সম্ভাব্যতা যাচাই করতে কমিটি করা হবে উল্লেখ করে সিরাজ-উদ-দৌলা খান বলেন, আগামী রোববাব থেকে বৃহস্পতিবারের মধ্যে কমিটি ঘোষণা করা হবে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি যৌক্তিক কি না, তা যাচাই করবে এ কমিটি।

ইত্তেফাক/জেডএইচডি