শেষ হয়েছে দুই দিনব্যাপী আইপিএলের মেগা নিলাম। সোমবার (২৫ নভেম্বর) নিলামের দ্বিতীয় ও শেষ দিনে দল পান ভারতের আলোচিত ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী। ১ কোটি ১০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় রাজস্থান রয়্যালস।
সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে আইপিএলে দল পেয়ে ইতিহাস গড়েছেন বৈভব। তার ভিত্তি মূল্য ছিল ৩০ লাখ। রাজস্থানের পাশাপাশি বৈভবকে পাওয়ার লড়াইয়ে ছিল দিল্লি। তবে ১ কোটি পর্যন্ত দাম বলে থেমে যায় দিল্লি। আরও ১০ লাখ বাড়িয়ে বৈভব সূর্যবংশীকে পেয়ে যায় রাজস্থান।
এমন ইতিহাস গড়ার দিনে বৈভবের বয়স নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সত্যিই কি তার বয়স ১৩? এমন প্রশ্ন তুলেছেন অনেকে। ছেলের বয়স নিয়ে প্রশ্ন তুলেতেই মেজাজ হারিয়েছেন বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী। প্রশ্নকারীদের চ্যালেঞ্জ ছুঁড়েছেন তিনি।
বয়স বিতর্ক নিয়ে বৈভবের বাবা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘ওর যখন সাড়ে ৮ বছর বয়স, তখন বিসিসিআই বোন টেস্ট করেছিল। আমার ছেলে কিন্তু ইতোমধ্যে অনূর্ধ্ব- ১৯ ভারতীয় টিমে খেলছে। এ নিয়ে যতই বিতর্ক তৈরি হোক, আমরা কাউকে ভয় পাই না। দরকার পড়লে ও আবার বয়সের পরীক্ষা দিতে তৈরি।’
ছেলের ক্রিকেট খেলা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ছেলেকে ক্রিকেটার করার জন্য জমিও বেচে দিয়েছিলাম। সেখান থেকে এখনও বেরিয়ে আসতে পারিনি। আমার ছেলে সাফল্য পেলে সব ঠিক হয়ে যাবে। ও শুধু ক্রিকেট খেলতে চায়।’
প্রসঙ্গত, গত বছর একটি সাক্ষাৎকারে বৈভব নিজেই বলেছিলেন, ২৭ সেপ্টেম্বর তার ১৪ বছর পূর্ণ হবে। অর্থাৎ তার জন্ম আসলে ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর। সে হিসেবে এখন ১৫ বছর হওয়ার কথা। অবশ্য ক্রিকেটারদের অফিসিয়াল বয়স কিছুটা কম দেখানোর চল রয়েছে।