শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

ভারতকে ১০ উইকেটে হারিয়ে সমতা আনলো অস্ট্রেলিয়া

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৪:৫১

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ভারত-অস্ট্রেলিয়া উভয়ের জন্য বেশ গুরুত্বপূর্ণ বোর্ডার-গাভাস্কার ট্রফি। পার্থে প্রথম টেস্ট জিতে সিরিজে লিড নিয়েছিল ভারত। তবে অ্যাডিলেডের পিঙ্ক টেস্টে ভারতকে রীতিমতো উড়িয়ে দিয়েছ অজিরা। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ এ সমতা আনলো অস্ট্রেলিয়া।

অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে ১৮০ রানে অলআউট হয় ভারত। জবাবে ট্রাভিস হেডের সেঞ্চুরিতে ৩৩৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ১৪০ রানের অসাধারণ ইনিংস খেলেন হেড। ১৫৭ রানের লিড পায় স্বাগতিকরা।

১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১২৮ রানে ৫ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করে ভারত। এখানেই মূলত ম্যাচ চলে যায় অস্ট্রেলিয়ার হাতে। তৃতীয় দিনে খেলতে নেমে ১৭৫ রানে অলআউট হয় রোহিত শর্মার দল। মাত্র ১৮ রানের লিড পুঁজি পায় ভারত। প্যাট কামিন্স নেন ৫টি উইকেট।

মাত্র ১৯ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ২০ বল খেলে ১০ উইকেটে দলের জয় নিশ্চিত করেন দুই অজি ওপেনার নাথান ম্যাকসুইনি ও উসমান খাজা। ম্যাকসুইনি ১০ ও খাজা ৯ রানে অপরাজিত থাকেন।

ইত্তেফাক/জেডএইচ