শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

এবার হারের জন্য ব্যাটিং ব্যর্থতাকে দুষলেন মিরাজ

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৩

প্রথম ওয়ানডেতে ২৯৪ রান করেও ইনিংসের মাঝে উইকেট নিতে না পারাকে হারের কারণ হিসেবে দাঁড় করিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এবার দ্বিতীয় ওয়ানডেতে হারের কারণ হিসেবে ইনিংসের মাঝে বাজে ব্যাটিংকে দুষলেন মিরাজ।

সেন্ট কিটসে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৩ ওভারে ২৬ রানের সূচনার পর পথ হারায় বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৬৪ রান তুলতেই চার উইকেট হারায় টাইগাররা। 

পঞ্চম উইকেটে জুটি গড়ার চেষ্টায় বেশি দূর যেতে পারেননি আফিফ হোসেন ও মাহমুদুল্লাহ রিয়াদ। তারপরও প্রথম পাঁচ উইকেটের মধ্যে সর্বোচ্চ ৩৬ রানের জুটিই তাদের। এরপর ১০০ থেকে ১১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে বাংলাদেশ। 

মূলত ২৬তম ওভারে ১১৫ রানে সপ্তম উইকেট হারানোয় বাংলাদেশের বড় স্কোরের আশা শেষ হয়ে যায়। এ সময় ওয়েস্ট ইন্ডিজ পেসার জেইডেন সিলেস ৩ উইকেট নেন। 

ইনিংসের প্রথম ২৬ ওভারে একের পর এক উইকেট পতনে হার মানতে হয়েছে বলে মনে করেন অধিনায়ক মিরাজ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘মাঝের ওভারগুলোয় আমরা ভালো ব্যাটিং করিনি। বড় কোন জুটি হয়নি আমাদের। একের পর এক উইকেট পড়েছে। মাহমুদুল্লাহ ও সাকিব (তানজিম) ভালো খেলেছে। কিন্তু ভুল আমাদেরই হয়েছে। সিলেসরা ভালো বল করেছে।’

চতুর্থ উইকেট পতনের পরও ঘুড়ে দাঁড়ানোর আশা করেছিলেন মিরাজ। তিনশো রান করা দরকার ছিলো বলে মনে করেন তিনি, ‘আমরা শুরুতে রান তুলতে পারছিলাম না। ৪ উইকেট পড়ে যাওয়ার পরও ভেবেছিলাম ঘুরে দাঁড়ানো সম্ভব। আমাদের যথেষ্ট রান ছিল না, তিনশো রানের বেশি করা দরকার ছিল।’

ইত্তেফাক/জেডএইচ