মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

রায়ো ভ্যায়েকানোর বিপক্ষে খেলতে পারবেন না এমবাপ্পে

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৫:৩১

রিয়াল মাদ্রিদ শিবিরে ইনজুরির চোখ রাঙানি যেন থামছেই না। ক্রমেই এই তালিকা আরও লম্বা হচ্ছে চ্যাম্পিয়নদের। সবশেষ ম্যাচে বাঁ পায়ের অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। সেই অস্বস্তি বড় আকার ধারণ করেছে। এই কারণে আজ লা লিগার ম্যাচে রায়ো ভ্যায়েকানোর বিপক্ষে খেলতে পারবেন না ২০১৮ সালের বিশ্বকাপ জয়ী এই তারকা।

তবে আগামী ১৮ ডিসেম্বর ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে এই তারকা ফরোয়ার্ডকে পাওয়ার সম্ভাবনা দেখছেন রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি। কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য ভিনিসিয়ুস জুনিয়ারকে পাওয়ার সম্ভাবনাও রয়েছে। রায়ো ভ্যায়েকানোর বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে এমবাপ্পেকে নিয়ে আনচেলত্তি বলেছেন, 'আমরা দেখব সে চোট পাওয়ার ঝুঁকি না নিয়ে খেলতে পারে কিনা। সে আমাদের সঙ্গে ভ্রমণ করবে। আমরা মনে করি, সে চোট থেকে সেরে উঠবে।'

আনচেলত্তির মতে বর্তমানে বিশ্বের সেরা খেলোয়াড় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। তাকে নিয়ে বলেছেন, 'আমাদের চোখে ভিনিসিযুস বিশ্বের সেরা ফুটবলার। সে এখনো নিজেকে শান্ত রেখেছে। এই মানের খেলোয়াড়দের মধ্যে সেটি সাধারণত দেখা যায় না। আশা করছি, সেও সুস্থ থেকে দলের হাল ধরবে।'

আজ রাতে লা লিগার পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগে রয়েছে বড় দলের খেলা। আর্সেনাল মাঠে নামছে এভারটনের বিপক্ষে। আর টেবিল টপার লিভারপুল খেলবে ফুলহ্যামের বিপক্ষে। দ্য রেডসরা পা ফসকালেই দ্য গানার্সদের সামনে শীর্ষে ওঠার সুযোগ হাতছানি দেবে। তবে চেলসিকে টপকে ৩ থেকে ১-এ জায়গা আর্সেনালের জন্য কঠিন পরীক্ষা হবে।

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন

 
unib