বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

নিজেকে ‘বউ পাগল’ দাবি করলেন রাজ চক্রবর্তী

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৭

আর কয়েকদিন বাদেই পর্দায় মুক্তি পেতে চলেছে টালিউডের ড্যাশিং পরিচালক রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘সন্তান’। সিনেমাটির ট্রেলার ইতোমধ্যেই দারুণ সাড়া ফেলেছে দর্শকমহলে। বর্তমানে সিনেমাটি নিয়ে চলছে শেষ মুহূর্তের প্রচারকাজ।

‘সন্তান’ ছবিতে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। বলে রাখা ভালো, শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী। তবে এই ছবির দুই সম্মুখশিল্পী হিসেবে সদ্যই ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রাজ-শুভশ্রী। সেখানে তাদের পারিবারিক কথাও উঠে আসে।

রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী। ছবি: সংগৃহীত

হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, অকপটে এমনই এক কথা জানিয়ে দিলেন রাজ, তাতে যে কারও মনে হতে পারে এই পরিচালক একজন ‌‘বউ পাগল’। রাজ-শুভশ্রীর দুই সন্তান ইউভান-ইয়ালিনির কাছে ক্ষমা চেয়ে পরিচালক বললেন, বউ তার কাছে সবার আগে!

রাজের কথায়, ‘অনেকে খারাপ ভাবতে পারেন, খারাপ বুঝতে পারেন। তবে আমার কাছে আমার বাচ্চাদের চেয়েও আগে আসে আমার বউ। সরি ইউভান-ইয়ালিনি। ওরা বড় হয়ে বুঝবে’।

দুই সন্তানসহ রাজ-শুভশ্রী, (ডানে) রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী। ছবি: সংগৃহীত  

রাজের কথায় সায় দিয়ে শুভশ্রী বলেন, ‘ও সবসময় এটা বলে।’ অর্থাৎ শুধু ক্যামেরার সামনে নয়, বাস্তব জীবনেও বউকে সবসময় এই কথা বলে থাকেন রাজ।

প্রসঙ্গত, নাড়ির টানের সম্পর্কও উঠতে পারে কাঠগড়ায়, এই প্রেক্ষাপটেই রাজ তৈরি করেছেন নতুন ছবি ‘সন্তান’। ঋত্বিক চক্রবর্তীর স্ত্রীর ভূমিকায় অহনা, বাবার চরিত্রে মিঠুন চক্রবর্তী, মায়ের ভূমিকায় অনসূয়া মজুমদার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে টালিউডের নামকরা সব তারকারা।

ইত্তেফাক/এসএ

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন

 
unib