শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ফিজিক্যাল স্টার্টআপের চূড়ান্ত প্রস্তুতি শুরু

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৮

দেশের প্রথম পরমাণুনির্ভর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের অবকাঠামো নির্মাণ ও যন্ত্রাংশ স্থাপনের কাজ শেষ হয়েছে। ইতোমধ্যে এ ইউনিটে ফিজিক্যাল স্টার্টআপের জন্য পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) প্রকল্প বাস্তবায়নকারী রাশিয়ান রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

রোসাটমের উপ-মহাপরিচালক আন্দ্রে পেট্রোভ বলেন, আমরা ফিজিক্যাল স্টার্টআপের জন্য রূপপুর এনপিপি ইউনিট-১-এর চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছি। এটি একটি গুরুত্বপূর্ণ পর্যায়। যার অধীনে অবশ্যই সব অপারেটিং মোডে সিস্টেমের কার্যকারিতা প্রমাণ এবং পরীক্ষা চালাতে হবে।

প্রকল্প পরিচালক ড. জাহেদুল হাসান জানান, চূড়ান্ত স্টার্টআপের আগে অনেকগুলো পরীক্ষা করতে হবে। এতে প্রায় এক মাস সময় লাগবে। পরীক্ষা শেষে সবকিছু ঠিকঠাক কাজ করলে ফুয়েল লোডিংয়ের প্রক্রিয়া শুরু হবে। এই সময়কালের মধ্যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পর্যবেক্ষক দলের পরিদর্শন ও পুরো কার্যক্রমের চূড়ান্ত অনুমোদন পেলে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

ইত্তেফাক/এপি/এসএএস