রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

ইয়ং’র উদ্যোগে ৩০শে ডিসেম্বর প্রথম ‘ই-কমার্স সেলার সামিট ২০২৪’

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০০:৩২

ইয়ং এর উদ্যোগে প্রথমবারের মতো ই-কমার্স উদ্যোক্তা এবং অনলাইন সেলারদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে "ই-কমার্স সেলার সামিট ২০২৪"। ই-কমার্স হচ্ছে এখন সারা বিশ্বের জন্য আর্থিকভাবে স্বাধীনতার একটি আধুনিক  পথ। ই-কমার্স সেলার সামিটে উদ্যোক্তারা শুধু গল্প দ্বারা অনুপ্রাণিত হবেনা, উদ্যোক্তারা নিজের সফল ই-কমার্স পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স এর মাধ্যমে অনুপ্রাণিত হবে।

দিনব্যাপী এই আয়োজনে দেশ এবং বিদেশের ই-কমার্স খাতে কর্মরত বিশেষজ্ঞ, সিদ্ধান্ত প্রণেতা এবং চিন্তাবিদরা অংশ নিয়ে আলোচনা এবং মতবিনিময় করেন। আধুনিক যুগের জন্য ই-কমার্সকে নতুনভাবে কি ভাবে গড়ে তোলা হবে তা নিয়েই মূল নিয়েই আলোচনা করা হবে।

ই-কমার্স সেলার সামিটে ই-কমার্স উদ্যোক্তা, তথ্য প্রযুক্তি উদ্যোক্তা , তথ্য প্রযুক্তি এবং ইন্ডাস্ট্রি এক্সপার্টরা তাদের এক্সপেরিয়েন্স এবং নলেজ শেয়ার করবেন।  দেশের নানা প্রান্তের এবং বিভিন্ন ক্যাটাগরির উদ্যোক্তারা সেলার সামিট এ অংশ নিবেন। 

বাংলাদেশে ক্রমবর্ধনশীল ই-কমার্সের গতিবিধি ও দিকনির্দেশনা প্রণয়নে করণীয় কি হতে পারে সে বিষয়ে ও আলোচনা করা হবে। উপমহদেশীয় ই-কমার্সের সংস্কৃতিতে  ওপেন ডিজিটাল কমার্স, ই-কমার্সের স্থানীয় ও ক্রস বর্ডার লজিস্টিক সমাধান, ই-কমার্সের এআই বা নতুন নতুন প্রযুক্তির   প্রয়োগ এবং বাংলাদেশে এফ-কমার্সের টেকসই প্রসারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনায় স্থান পাবে। 

 ই-কমার্স সেলার সামিট এর পৃষ্ঠপোষক  হচ্ছে  অনলাইন টেক একাডেমী এবং বিটকমার্জ। অনুষ্ঠানটি আগামী ৩০ শে ডিসেম্বর ২০২৪ তারিখে রাজধানীর আগারগাঁও এ অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর এ অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটির পক্ষথেকে জানানো হয়েছে।

ইত্তেফাক/এমএএম
 
unib