শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

গাড়িচাপায় বুয়েটশিক্ষার্থীর মৃত্যু: রিমান্ডে তিন আসামি

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৯

 

নারায়ণগঞ্জের পূর্বাচলে প্রাইভেট কারের চাপায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২) নিহতের ঘটনায় গ্রেপ্তার তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহসীনের আদালত তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, সড়ক নিরাপত্তা আইনের মামলায় তিন আসামি মুবিন আল মামুন, মো. মিরাজুল করিম ও আসিফ চৌধুরীর দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে তল্লাশিচৌকিতে একটি মোটরসাইকেল থামায় পুলিশ। মোটরসাইকেল আরোহী তিনজনই বুয়েটশিক্ষার্থী ছিলেন। সেখানে দাঁড়িয়ে পুলিশের সঙ্গে কথা বলার সময় একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। এতে বুয়েটশিক্ষার্থী মুহতাসিমের মৃত্যু হয়। গুরুতর আহত হন বুয়েটের আরও দুই শিক্ষার্থী মেহেদী হাসান খান (২২) ও অমিত সাহা (২২)। তারা সিএসই বিভাগের শিক্ষার্থী।

ঘটনার পর প্রাইভেটকারটি তল্লাশি করে এক ক্যান বিয়ার ও একটি খালি মদের বোতল পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহত মুহতাসিমের বাবা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা করেছেন। 

এ মামলায় গ্রেপ্তার তিনজনকে গত শুক্রবার আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে রূপগঞ্জ থানা পুলিশ। তবে ছুটির দিন হওয়ায় শুনানির জন্য রোববার তারিখ নির্ধারণ করেন আদালত।

ইত্তেফাক/জেডএইচডি