২০১৩ সালে নিজের শৈশবের ক্লাব সান্তোস ছেড়ে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনায় যোগ দেন নেইমার। সেইখানে জুটি বাঁধেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে। এরপর ২০১৪ সালে লিভারপুল ছেড়ে বার্সায় আসেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ। ঐ সময় তিন দেশের এই তিন তারকার জুটিতে নিজেদের ইতিহাসের সেরা সময় পার করেছে বার্সেলোনা। সে সময় রিয়াল মাদ্রিদ থেকে শুরু করে বায়ার্ন মিউনিখ কিংবা লিভারপুলের বিশ্বের বাঘাবাঘা ক্লাবগুলোকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করতেন মেসি-নেইমার-সুয়ারেজরা।
এই তিন কিংবদন্তির জুটি ফুটবল ইতিহাসে সেরা জুটিগুলোর মধ্যে অন্যতম। সেই সময় চ্যাম্পিয়নস লিগ, সুপার কোপা ডি এস্পানা, ফিফা ক্লাব বিশ্বকাপ, দুটি লা লিগা, তিনটি কোপা দেল রে ট্রফি এবং একটি উয়েফা সুপার কাপসহ অসংখ্য শিরোপা জিতেছিলেন কাতালানরা। তবে হঠাৎ করে ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে ২২২ মিলিয়ন ইউরো রেকর্ড মূল্যে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন নেইমার জুনিয়র। তবে পিএসজি অধ্যায়টা সুখকর হয়নি এই ব্রাজিলিয়ানের।
ড্রেসিং রুমে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ও নেইমারের দূরত্ব মাঠের খেলার প্রভাব ফেলত। তখন প্রশ্ন উঠেছে বার্সেলোনায় দুর্দান্ত সময় কাটানোর পর কেন পিএসজিতে পাড়ি জমিয়েছেন নেইমার। যদিও অনেকের মতে মোটা অঙ্কের অর্থের কারণে বার্সা ছেড়েছেন এই ব্রাজিলিয়ান। তবে সম্প্রতি নেইমারের বার্সা ছাড়ার কারণ জানালেন তার বাবা ও এজেন্ট নেইমার সিনিয়র। নেইমার জুনিয়রের সব বিষয় তার বাবাই দেখাশোনা করেন। তার মতে সেই সময় কাতালান শিবিরে চলছিল কঠিন মুহূর্ত। যদিও বার্সার আর্থিক সমস্যার কথা এখন সবারই জানা। যা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি ক্লাবটি।
নেইমারের বার্সা ছাড়ার কারণ হিসেবে তিনি বলেন, 'আমরা কাতালোনিয়ায় একটি কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। ক্লাবের ম্যানেজমেন্ট কী চায়, তা আমরা জানতাম না। আমরা তাকে (নেইমার) সেখানে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। কিন্তু সে বার্সা ছেড়ে চলে যেতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল।'
তবে নেইমারের বার্সা ছাড়ার মূল কারণ ছিল অর্থ নয় বরং নতুন করে মেসি-সুয়ারেজের সঙ্গে জুটি বাঁধা। কেননা তিনি জানতেন, সেই সময় ক্লাবের যেই অবস্থা ছিল। যে তিনি চলে গেলেও মেসি- সুয়ারেজকেও ধরে রাখতে পারবে না বার্সা। প্রিয় ক্লাব ছাড়তে হবে এই দুই তারকাকেও। এমনকি বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে তিনগুণ বেশি মূল্য দিয়ে নেইমারকে দলে ভেড়াতে চেয়েছিল।
তবে ফ্লোরেন্তিনো পেরেজের ডাকে সাড়া দেননি এই ব্রাজিলিয়ান। এই নিয়ে নেইমার সিনিয়র বলেন, 'রিয়াল মাদ্রিদ বার্সার চেয়ে তিনগুণ বেশিমূল্যে নেইমারকে দলে নিতে চেয়েছিল কিন্তু নেইমার আমাকে বলেছিলেন যে তার স্বপ্ন মেসি এবং সুয়ারেজের সঙ্গে জুটি বাঁধা। তাই আমরা সেখানে গিয়েছিলাম। যদিও ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নেইমারের সঙ্গে নতুন করে জুটি বেঁধেছিলেন মেসি। সেই সময় পিএসজিতে এমবাপ্পে থাকায় সুয়ারেজের ক্লাবটিতে খেলা হয়নি। তাতে নেইমারের সেই স্বপ্ন পূণর্তা পায়নি।'