শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

আইপিএলে অবিক্রিত মোস্তাফিজ এবার পিএসএলের নিলামে

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৬:২৮

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে দল পাননি বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। আইপিএলের নিলামে অবিক্রিত থাকার পর এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামে নাম লিখিয়েছেন এই টাইগার পেসার। সূচি অনুসারে, আগামী বছরের ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএলের নিলাম।

গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিলামে মোস্তাফিজের নাম নিবন্ধন করার বিষয়টি নিশ্চিত করেছে পিএসএল কর্তৃপক্ষ। এর আগে একবার পিএসএলে খেলেছিলেন বাংলাদেশের এই পেসার। ২০১৮ সালে লাহোর কালান্দার্সের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি। ৫ ম্যাচে ৬.৪৩ ইকোনমিতে ৪ উইকেট শিকার করেছিলেন মোস্তাফিজ।

পিএসএলের এবারের আসর আগামী এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যেখানে অংশ নেবে ছয়টি দল। সব মিলিয়ে ম্যাচ হবে ৩৪টি। পিএসএলের বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড। গতবার মুলতান সুলতানসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

গত নভেম্বরে সৌদি আরবের জেদ্দায় দুই দিনব্যাপি আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় দিনে নাম ওঠে মোস্তাফিজের। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তবে কোনো দল আগ্রহ না দেখানোয় অবিক্রিত থেকে যান তিনি।

ইত্তেফাক/জেডএইচ