সোমবার, ২৩ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

রূপগঞ্জে ছাত্রদলের সাবেক নেতা পাভেল হত্যা মামলায় আসামি ১৫

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৫০

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল মিয়া (৩০) হত্যার ঘটনায় ১৫ জনকে আসামি করে গতকাল শুক্রবার রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

নিহত পাভেল মিয়ার বড় ভাই শাহীন মিয়া বাদী হয়ে যুবদল নেতা বায়েজিদকে প্রধান আসামি করে এ মামলা দায়ের করেন। 

নিহত পাভেল মিয়া কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে। হত্যাকাণ্ডের পর চার দিন পেরিয়ে গেলেও এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত ৯টার দিকে পূর্বশত্রুতাকে কেন্দ্র করে কাঞ্চন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদের সঙ্গে একই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপনের মোবাইলে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে রাত ১০টার দিকে বায়েজিদ ও জাহাঙ্গীরসহ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমিনুল ইসলাম স্বপনকে পৌরসভার সামনে খুঁজতে এসে স্বপনকে না পেয়ে পাভেল মিয়াকে একা পেয়ে তাকে বিভিন্ন অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করলে তার মৃত্যু হয়। 

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, 'পরিস্থিতি এখন শান্ত। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। এজাহারে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

ইত্তেফাক/এনএন