চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন ২ জনকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলমান রয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় দুই সন্দেহভাজনদের আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।’
এর আগে গত রোববার ষোলশহর থেকে ছেড়ে আসা শাটল ট্রেনের শেষ দিকের একটি বগিতে চবির দুই শিক্ষার্থীর ওপর হামলা চালায় ছিনতাইকারী। এ সময় তাদের কাছ থেকে ফোন এবং টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় বাধা দেওয়ায় ওই দুই শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত করে ছিনতাইকারী। ছিনতাইয়ের শিকার ওই দুই শিক্ষার্থীর নাম মোরসালিন আহমেদ ও তানজিলা বেগম। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।